ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের অভিযান, ৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা

গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর ৫টা পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ২৯ কিলোমিটার এলাকায় এই অভিযান চালায় পুলিশছবি: প্রথম আলো

গাড়ির ফিটনেস, গাড়ি ও চালকের লাইসেন্স না থাকা এবং বেপরোয়া গতিতে চলানোর অভিযোগে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। এ ছাড়া গাড়ির কোনো ধরনের কাগজপত্র না থাকায় চারটি বাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর ৫টা পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ২৯ কিলোমিটার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে হাইওয়ে পুলিশের আটটি টহল, মুন্সিগঞ্জ জেলা পুলিশের তিনটি টহল ও র‍্যাব-১০–এর একটি টহল দল অংশ নেয়। এ ছাড়া প্রসিকিউশন করার জন্য পুলিশের আরও চারটি দল আলাদাভাবে কাজ করে।

অভিযানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া। অভিযানের বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশা, ফিটনেসবিহীন গাড়ি ও চালকদের বেপরোয়া গতির জন্য মাসখানেক ধরে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা লাঘব করতে এক্সপ্রেসওয়েতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথমে মাইকিং করে চালকদের সচেতন করা হয়। পরে ধলেশ্বরী টোল প্লাজাসহ বিভিন্ন পয়েন্টে যানবাহনে কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপসহ ৫০টির মতো যানবাহনকে সড়ক আইন অমান্য করায় মামলা দেওয়া হয়। সেই সঙ্গে চারটি বাস ও একটি মোটরসাইকেলের কোনো প্রকার কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। মামলা দেওয়া গাড়িগুলোর মধ্যে বাসের সংখ্যাই বেশি। পরে পুলিশ জব্দ করা বাসগুলোর যাত্রীদের বিকল্পভাবে গন্তব্য পৌঁছানোর ব্যবস্থা করে।