সন্ধ্যায় নিখোঁজ, সকালে আমবাগানে মিলল দিনমজুরের লাশ
নওগাঁর মান্দা উপজেলায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর আলেফ উদ্দিন (৫০) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মীরপুর গ্রামের একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আলেফ উপজেলার গণেশপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন। প্রায় ২০ বছর ধরে কাঞ্চন গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করছিলেন তিনি।
আলেফ উদ্দিন স্ত্রী মঞ্জুয়ারা বিবি বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে আলেফ উদ্দিন প্রতিদিনের মতো খুদুর মোড়ে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। রাত আটটা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে মীরপুর গ্রামের মাঠে আফছার আলীর আমবাগানে তাঁর মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় তাঁর স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁর স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন।
ওসি মোজাম্মেল হক কাজী আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।