নেত্রকোনায় বন্যার পানিতে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

পানিতে ডুবে নিখোঁজপ্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নিখোঁজের দুই দিন পর রুয়েল রিছিল (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের ফারাংপাড়া জিরো পয়েন্ট–সংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

এর আগে গত মঙ্গলবার বেলা তিনটার দিকে নদী এলাকায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন রুয়েল। তিনি দুর্গাপুর সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বেড়ে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। গত মঙ্গলবার দুপুরে রুয়েলসহ চার বন্ধু মিলে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। বেলা তিনটার দিকে নদীর পানি থেকে মাছের জাল তুলতে গিয়ে চোরাবালিতে আটকে পড়েন রুয়েল। তাঁর ডাক শুনে অন্য তিন বন্ধু উদ্ধারে এগিয়ে গেলে তাঁরাও সেখানে আটকে পড়েন। এ সময় বিষয়টি দেখে স্থানীয় এক বাসিন্দা দ্রুত নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে জীবিত উদ্ধার করেন। তবে এরই মধ্যে স্রোতের টানে ভেসে যান রুয়েল।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে ডেকে পাঠান। ময়মনসিংহের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই দিন থেকেই উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু তখনো রুয়েলের সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল আটটার দিকে ভাসমান লাশটি দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

রুয়েলের বন্ধু দারউইন মারাক বলেন, ‘আমরা চার বন্ধু মিলে দুপুরে মাছ ধরতে নদীতে আসি। বিকেলে রুয়েল জাল ফেলার পর হঠাৎ চিৎকার শুরু করে। তাকে উদ্ধার করতে গেলে আমরাও গর্তে আটকে পড়ি। পরে এক ব্যক্তি আমাদের উদ্ধার করেন। কিন্তু বন্ধু রুয়েল নিখোঁজ হয়ে যায়।’

এ নিয়ে দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে দুজনের মৃত্যু হলো বলে জানিয়েছেন ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বন্যার পানিতে নিখোঁজ রুয়েল রিছিলের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুজনের বন্যার পানিতে মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার বন্যার পানিতে ডুবে গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের রুসমত খান (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রিছিলের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।