‘গণতন্ত্র বিক্রি করে মাফিয়াতন্ত্র কায়েম করেছে সরকার’

দিনাজপুরে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। বুধবার বিকেলে দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠেছবি: প্রথম আলো

প্রশাসনের অধিকাংশ কর্মকর্তাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক এ জেড এম জাহিদ হোসেন। দিনাজপুরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি বলেন, দুর্নীতি করে কর্মকর্তারা হাজার কোটি টাকার মালিক বনে যাচ্ছেন। তাঁদের আবার নিরাপদে থাকার ব্যবস্থা করছে সরকার। গণতন্ত্রকে বিক্রি করে আজ মাফিয়াতন্ত্র কায়েম করেছে সরকার।

আজ বুধবার বিকেল চারটায় দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন এ জেড এম জাহিদ হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন।

আরও পড়ুন

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ, সহসভাপতি মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, বিএনপি নেতা মোকছেদ আলী প্রমুখ। দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে দলের নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন।

সভাপতির বক্তব্যে মোফাজ্জল হোসেন বলেন, ‘জনগণকে ফেসবুক, ইউটিউব আর মোবাইলের মধ্যে ঢুকিয়ে রেখে দেশবিরোধী চুক্তি স্বাক্ষর করছে সরকার। সীমান্ত অরক্ষিত, তিস্তার পানি পাচ্ছি না, অথচ তাদের ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। আমাদের বুকের ওপর দিয়ে এখন চলবে ভারতের ট্রেন।’

আরও পড়ুন

সমাবেশে বিএনপির নেতারা বলেন, সরকার ডিজিটাল কায়দায় ব্যাংক লুট করছে; দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার চক্রান্তে লিপ্ত হয়েছে। কিন্তু এ দেশ খয়রাতে পাওয়া কিংবা ভিক্ষায় পাওয়া দেশ নয়, রক্তের বিনিময়ে পাওয়া দেশ রক্ষার্থে বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করবে। বক্তারা আগামীতে দলীয় যেকোনো কর্মসূচিতে একত্র হয়ে অংশ নেওয়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান।