আবারও বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত, অবরোধ প্রত্যাহার
আবারও স্থগিত করা হলো রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। কাল রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে নির্বাচন স্থগিতের ঘোষণায় অবরোধ প্রত্যাহার করেছে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কাল ৯ জুন বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
এর আগে গত ২৯ মে নির্বাচন হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে ২৭ মে এক জরুরি বৈঠকে তা স্থগিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অবরোধের কারণে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগেও একবার নির্বাচন স্থগিত করা হয়।
ভোট গ্রহণ উপলক্ষে ইতিমধ্যে ৬টি ভোটকেন্দ্রে নির্বাচন কর্মকর্তা ও সরঞ্জাম পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। আজ অন্য ভোটকেন্দ্রগুলোয় নির্বাচন সরঞ্জাম পাঠানোর কথা ছিল।
আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে আটকা পড়া যানবাহন চলাচল শুরু হয়েছে। বাঘাইছড়ির মাচালং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও ইউপিডিএফের নেতা বিপুল চাকমা বলেন, নির্বাচন স্থগিত করায় দুপুর ১২টায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা না হলে আবার অবরোধ কর্মসূচি দেওয়া হবে।
উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে আজ সকাল ৬টা থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা অবরোধ ডাকে ইউপিডিএফ। গতকাল শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অবরোধের ঘোষণা দেওয়া হয়।