শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত পরিবার কখনোই ক্ষমতায় আসতে পারবে না: আসাদুজ্জামান রিপন
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, শেখ হাসিনার পরিবার একটি দুর্নীতিগ্রস্ত পরিবার। একটি দুর্নীতিগ্রস্ত পরিবার আগামী দিনে কখনোই ক্ষমতায় আসতে পারবে না। শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, পুতুল, শেখ সেলিমসহ তাঁর পরিবারের সবাই দুর্নীতির সঙ্গে জড়িত।
রাজবাড়ী জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আজ রোববার আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজবাড়ী শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
শেখ হাসিনা ছাড়া ভারত কিছুই বুঝছে না উল্লেখ করে আসাদুজ্জামান রিপন বলেন, ‘তাঁর (শেখ হাসিনা) বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলে গেছেন। শেখ হাসিনা ওই তলাবিহীন ঝুড়িটাকেও খেয়ে ফেলেছেন। এখন এত দেনাগ্রস্ত হয়ে পড়েছি আমরা, বিদেশি রেমিট্যান্স ও টাকাপয়সা এলেও এই ধারদেনা শোধ করতে করতে আমরা এখন আর ভালো অবস্থানের মধ্যে নাই। শেখ মুজিব বলেছিলেন, ‘‘তোমরা রিয়্যালিটি মাইনা নাও।’’ তাই ভারতকে বলতে চাই, শেখ হাসিনা নাই, পালায়ছে। তোমরাও এই রিয়্যালিটি মাইনা নাও।’
ভালো মানুষ রাজনীতিতে থাকলে ভালো সংসদ গঠিত হবে উল্লেখ করে আসাদুজ্জামান আরও বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, সমাজের ভালো এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে হবে, দলের দায়িত্ব দিতে হবে। যারা ১৬ বছর ঘুমিয়ে ছিল, ৫ আগস্টের পর জেগে উঠেছে তাদের নয়। যারা দল ক্ষমতায় আসার আগেই দখলবাজি, চাঁদাবাজিতে জড়িয়েছেন, তাঁদের দায়িত্বে আনা যাবে না।’
সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত) শামা ওবায়েদ বলেন, ‘৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেক নতুন বিএনপির হয়তো জন্ম হয়েছে। আওয়ামী লীগের অনেকে এখনো বিএনপিতে আসতে চায়। যারা ১৬টি বছর আন্দোলন–সংগ্রামে তারেক রহমানের সাথে ছিলেন, জেল খেটেছেন, জুলুম–নির্যাতনের শিকার হয়েছেন। সেই তৃণমূল নেতা–কর্মীদের ভুলে গেলে চলবে না। তাঁদের এবং পরিবারের আত্মত্যাগের মর্যাদা দিতে হবে। আমাদের অনেক নেতা–কর্মীর সাথে মহিলা নেত্রীরাও জেল খেটেছেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব কামরুল আলম ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সিকদার।