কুমিল্লায় অধ্যক্ষ গ্রেপ্তার, মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

কুমিল্লার চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় কুমিল্লায় চান্দিনা মহিলা কলেজ অধ্যক্ষ মো. মামুন পারভেজকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। অধ্যক্ষকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় অবস্থান নেন কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত সাত কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবিতে পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসেও বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে অধ্যক্ষ মো. মামুন পারভেজকে তাঁর কুমিল্লা নগরের বাসা থেকে গ্রেপ্তার করে কুমিল্লা ডিবি পুলিশ। আজ সকালে কলেজ এসে শিক্ষার্থীরা এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এর আগে কোনো প্রকার মামলা ছাড়াই একইভাবে কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহকারী অধ্যাপক এনায়েত উল্লাহ ভূঁইয়াকে চান্দিনার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা ও প্রতিষ্ঠানটির শিক্ষকেরা জানান, তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহারের বিচারসহ অধ্যক্ষের নিঃশর্ত মুক্তি চান। কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন না।

অধ্যক্ষকে গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লার চান্দিনা মহিলা কলেজের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে মহাসড়কের উভয় পাশে অন্তত সাত কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে
ছবি: সংগৃহীত

সড়ক অবরোধের খবর পেয়ে চান্দিনা থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে অধ্যক্ষের মুক্তির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এতে মহাসড়ক থেকে সরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাঁরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে থানা ও হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

ইউএনও নাজিয়া হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তাঁরা মহাসড়ক থেকে সরে যান। অধ্যক্ষ মামুন পারভেজ যেন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পান, সে বিষয়টি আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি।’

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হওয়া একটি মামলায় মামুন পারভেজকে গ্রেপ্তার করা হয়েছিল। রাতেই তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।