বগুড়ার রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় একজন নিহত
বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কে ট্রাকের চাপায় একটি হাইওয়ে রেস্তোরাঁর ব্যবস্থাপক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলার ছোনকা এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহজাদা খান (৫৫)। তিনি ছোনকা এলাকার নাবিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রোডাকশন ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার সাদাদপুর গ্রামে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী অজ্ঞাতনামা একটি ট্রাক শাহজাদা খানকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অজ্ঞাতনামা ট্রাকের সন্ধানে কাজ শুরু করেছেন তাঁরা।