ওমানে ট্রলার দুর্ঘটনায় বাঁশখালীর প্রবাসী যুবকের মৃত্যু
প্রবাসজীবনের ১২ বছর বিভিন্ন চাকরি করে জীবিকা নির্বাহ করতেন আলী আকবর চৌধুরী (৩১)। কোম্পানির ভিসা–জটিলতার কারণে কিছুদিন হলো বেকার হয়ে পড়েন তিনি। সংসারের হাল ধরতে গত বুধবার ওমানের মাতারগা এলাকায় সাগরে মাছ ধরার ট্রলারে কাজ নেন। প্রথম দিন ট্রলারে উঠেই সাগরে পড়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে দেশের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া।
আলী আকবরের পরিবারের সদস্যেরা বাঁশখালীর বাহারচরা ইউনিয়নের রত্নপুর গ্রামের ফতেহ আলী চৌধুরী বাড়ির বাসিন্দা। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। ছয় বছর আগে একই এলাকার রুমা আক্তারকে বিয়ে করেন আলী আকবর। তাঁদের পাঁচ বছর ও দুই বছর বয়সী দুটি মেয়ে আছে বলে জানান পরিবারের সদস্যেরা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আলী আকবরের ছোট ভাই রমজান আলী চৌধুরী মুঠোফোনে বলেন, কাজের ফাঁকে ট্রলারের মাঝি আলী আকবরকে হাল ধরতে বলেন। হাল ধরে থাকার একপর্যায়ে সেটি ভেঙে সাগরে পড়ে যান আলী আকবর। এ সময় ট্রলারের পাখার আঘাতে তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ ওমানের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে।