শেরপুরে সেনাসদস্য হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সেনাসদস্য ওয়াসিম আকরাম (২৫) হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে জামালপুরের মেলান্দহ ও নারায়ণগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে রঞ্জু মিয়া (৩০) ও ইব্রাহিম মণ্ডলের ছেলে আবদুল হামিদ (৫৫)। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে রঞ্জু মিয়া সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার প্রধান আসামি।
সেনাসদস্য ওয়াসিম আকরাম সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের মো. হাছান আলীর ছেলে। তিনি সিলেটের জালালাবাদ সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২ ডিসেম্বর চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই জসিম উদ্দিন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে।
সদর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা তারেক হাসান প্রথম আলোকে বলেন, চাঞ্চল্যকর সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে এবং সব আসামিকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।