নেশার টাকা চেয়ে বাবাকে হুমকি, ভাতিজার মারধরে হুমকিদাতার মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বাবার কাছে নেশার টাকা চেয়ে হুমকি দিয়েছিলেন সন্তান। পরে ভাতিজার মারধরে মারা গেছেন ওই হুমকিদাতা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সজীব আহমেদ (৩২) উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. তমিজ উদ্দিনের ছেলে। তবে তিনি ওই গ্রামের পাশে সাটিয়াবাড়ি গ্রামে থাকতেন। পুলিশের হাতে গ্রেপ্তার মো. সৈকত আহমেদ (১৮) নিহত সজীব আহমেদের ভাতিজা। সৈকত স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
নিহত ব্যক্তির বাবা মো. তমিজ উদ্দিন বলেন, তাঁর ছেলে সজীব আহমেদ দীর্ঘদিন নেশা করেন। গতকাল রাতে তাঁকে ফোন করে ২০ হাজার টাকা দিতে চাপ দেন। এক ঘণ্টার মধ্যে টাকা না দিলে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। কিছুক্ষণ পর আবার ফোন করে টাকার ব্যবস্থা হয়েছে কি না, তা জানতে চান। এ সময় সজীব তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। টাকা না দিলে তাঁকে মারধরের হুমকিও দেন।
তজিম উদ্দিন বলেন, হুমকিতে ভয়ে পেয়ে তিনি বিষয়টি তাঁর নাতি সৈকতকে জানান। পরে সৈকত রাতেই সজীবকে ধরে বাড়িতে এনে মারধর করেন। একপর্যায়ে সজীবের মৃত্যু হয়। তিনি বলেন, দীর্ঘদিন নেশা করে সজীব পরিবারে অশান্তি করে যাচ্ছিলেন। নেশার টাকা না দিতে পারলে বাড়িতে ভাঙচুর চালাতেন। এমনকি নেশার করে অত্যাচার চালানোর কারণে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন। এমনকি তাঁকে আলাদা বাড়ি করে দেওয়া হয়েছিল। কিন্তু নেশা করতে গিয়ে সেই বাড়ি অনেক আগেই বিক্রি করে দিয়েছেন সজীব।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৈকতকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।