ঝালকাঠিতে পুলিশের মামলায় বাসের সুপারভাইজার গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় পুলিশের করা মামলার ২ নম্বর আসামি বাসের সুপারভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে ঝালকাঠির রাজাপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বরিশাল র‌্যাব-৮–এর মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে। রাতেই ফয়সালকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি ঝালকাঠির দক্ষিণ রাজাপুরের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।

রোববার রাতে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক সুশংকর মল্লিক বাদী হয়ে বাসচালকসহ তিনজনের নামে একটি মামলা করেন। প্রধান আসামি হলেন দুর্ঘটনার শিকার বাশার স্মৃতি নামক যাত্রীবাহী বাসের চালক মোহন খান (৪০)। তিনি নলছিটি উপজেলার রায়াপুর (বটতলা) গ্রামের মৃত আবদুল গনি খানের ছেলে। অন্য দুই আসামি হলেন বাসের সুপারভাইজার ফয়সাল এবং বাসচালকের সহকারী ও বরগুনার ঢালুয়া ইউনিয়নের হালুয়া গ্রামের মো. সোবহান মিয়ার ছেলে আকাশ ওরফে বুলেট (১৮)।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার বলেন, গ্রেপ্তার মো. ফয়সালকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।