সিলেটে ছাত্রলীগের পর এবার চিনি ছিনতাইয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা, গ্রেপ্তার ৭
সিলেটে ভারত থেকে অবৈধ পথে আনা সাত বস্তা চিনি ছিনতাইকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা আছেন। এ ঘটনায় চিনি চোরাচালানে সম্পৃক্ত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে চিনির ট্রাক লুটের অভিযোগ উঠেছিল।
ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট নগরের খাসদবির এলাকার ইসতিয়াক আহমদ (৩০), চৌকিদেখি এলাকার ফাহাদ আহমদ (৩৮), খোরশেদ আলম (৩৭), সুনামগঞ্জের ছাতকের নরা ইসলামপুর গ্রামের জুয়েল আহমদ ও সিলেটের রায়নগর এলাকার মো. লিটন (২৯)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে খোরশেদ আলম সিলেট সিটির ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ইসতিয়াক ছাত্রদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। চিনি চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার দুজন হলেন কোম্পানীগঞ্জের খাগাইল এলাকার রাজাপুর গ্রামের লায়েক (১৯) ও রাসেল (১৮)।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বিমানবন্দর-সংলগ্ন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি ও চিনির মালিক দাবিদার গ্রেপ্তার ব্যক্তিদের পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধ পথে কোম্পানীগঞ্জ দিয়ে আনা চিনি একটি অটোরিকশায় করে সিলেট শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে একদল দুর্বৃত্ত সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বিমানবন্দর-সংলগ্ন জায়গায় অটোরিকশার গতি রোধ করে। এরপর চিনি ছিনতাই করে অন্য আরেকটি অটোরিকশায় নেয়। তখন বিমানবন্দর থানার টহল পুলিশ ওই সাতজনকে আটক করে। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় চিনির মালিক দাবি করা ব্যক্তিরা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেছেন। অন্যদিকে পুলিশ বাদী হয়ে চিনি চোরাচালানের ঘটনায় আরেকটি মামলা করেছে। দুই মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
২০২৩ সালের ১৮ জুন গঠিত সিলেট সিটির ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির প্যাডে প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে খোরশেদ আলমের নাম আছে। ওই প্যাডের নিচে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক আফছর খানের স্বাক্ষর আছে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফছর খান বলেন, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলে খোরশেদ আলম নামের কোনো যুগ্ম আহ্বায়ক আছে বলে তাঁর ঠিক মনে পড়ছে না। এ ব্যাপারে তিনি খোঁজখবর নিয়ে দেখবেন।
এর আগে গত ৮ জুন সিলেটের বিয়ানীবাজারে চিনির ট্রাক লুটের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার নেতৃত্বে বিয়ানীবাজারের ছাত্রলীগ নেতারা ছিলেন বলে অভিযোগ উঠছিল। ঘটনার পর গতকাল বিকেলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রথম আলোকে বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে বিয়ানীবাজারের দুটি ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
তারও আগে ৬ জুন সকালে সিলেটে ১৪টি ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। ওই ঘটনার সঙ্গে সিলেটের এক যুবলীগ নেতা সংশ্লিষ্ট ছিলেন জানা গিয়েছিল। অন্যদিকে গত সোমবার রাতে গরুর ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।