দুর্গাপুরে বজ্রপাতে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই আহত
নেত্রকোনার দুর্গাপুরে ধান কাটার সময় বজ্রপাতে রফিকুল হাসান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর ছোট ভাই হাবুল্লাহ হাসান (২৫) আহত হয়েছেন। আজ রোববার দুপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষাণ গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা ওই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রফিকুল ও হাবুল্লাহ বাড়ির পাশে বিলের বোরো খেতের ধান কাটছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে মেঘের গর্জন ও বিদ্যুৎ চমকানো দেখে ধানখেত থেকে তাঁরা বাড়ির দিকে রওনা দেন। কিন্তু হঠাৎ বজ্রপাতে দুই ভাই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিকুল হাসানকে মৃত ঘোষণা করেন। আহত হাবুল্লাহ হাসান ওই হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহত ও আহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।