মানিকগঞ্জে মন্দিরের প্রতিমা ভাঙচুর, অপরাধীদের খুঁজছে পুলিশ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভাদিয়াখোলা বাজার সর্বজনীন দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের এ ঘটনা ঘটে। এরপর গতকাল দুপুরে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে প্রতিমাগুলোর ভাঙা অংশ মেরামত করেন কারিগরেরা।
হরিরামপুর থানা-পুলিশ ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাল্লা ইউনিয়নের ভাতিয়াখোলা বাজারে প্রায় ১৪ বছর আগে সর্বজনীন দুর্গামন্দিরটি স্থাপন করা হয়। এর পর থেকে ওই মন্দিরে দুর্গাপূজা পালন করে আসছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। এবার দুর্গাপূজা উপলক্ষে ওই মন্দিরে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমা তৈরি করেন কারিগরেরা। বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই মন্দিরে ঢুকে সরস্বতী, লক্ষ্মী, গণেশ ও অসুরের হাত ভাঙচুর করে। পরদিন শুক্রবার সকালে স্থানীয় ব্যক্তিরা মন্দিরে গিয়ে বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে যায় হরিরামপুর থানা–পুলিশ। এরপর দুপুর ১২টার দিকে সেখানে যান পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা বিপুল চন্দ্র গুহ প্রথম আলোকে বলেন, দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে প্রতিমাগুলো তৈরি করা হচ্ছিল। প্রতিমাগুলো তৈরি করা হলেও এখনো রং করা হয়নি।
জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তাপস রাজবংশী বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল তাঁদের উপস্থিতিতে প্রতিমাগুলোর ভাঙা অংশ মেরামত করা হয়। ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।