সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার তেমুহনী রেলক্রসিংয়ের পশ্চিম পাশে উত্তর ঢেমশা এলাকায় চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সাতকানিয়া রেলস্টেশন সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছাড়া আসা কক্সবাজারগামী স্পেশাল ট্রেনটি সাতকানিয়া রেলস্টেশন অতিক্রম করে। পরে সকাল ৯টার দিকে দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপের লোকজনের মাধ্যমে উত্তর ঢেমশা এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহতের খবর ছড়িয়ে পড়ে।
সাতকানিয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার রতন কুমার দাশ প্রথম আলোকে বলেন, স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল সাতটার দিকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি সাতকানিয়া রেলস্টেশন ছেড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী স্পেশাল ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছেন।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বেলাল বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। তাঁর পরনে শার্ট ও প্যান্ট ছিল। কীভাবে ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেলেন, তা তদন্তের আগে বলা সম্ভব নয়। যুবকের লাশটি রেললাইন থেকে সরিয়ে রাখা হয়েছে। চট্টগ্রামের রেলওয়ে পুলিশের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবে।