নড়াইলে শিশুর লাশ ডোবায়, মা গ্রেপ্তার
নড়াইলে ১ মাস ২৭ দিন বয়সী শিশুপুত্র হত্যা মামলায় মা মৌসুমী খানমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তাঁকে আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মৌসুমী নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামের মিলন মোল্লার স্ত্রী। গত ২৭ নভেম্বর শিশু আরাফ মোল্লার লাশ তাঁদের বাড়ির পাশের আলিম মোল্লার মেহগনিবাগানের মধ্যে ডোবায় পাওয়া যায়। ২৯ নভেম্বর আরাফের বাবা মিলন মোল্লা বাদী হয়ে নড়াইল সদর থানায় অজ্ঞাত আসামির নামে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত তদারককারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে জানান, আজ ভোরে মৌসুমীকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁকে নড়াইল আমলি আদালতে সোপর্দ করা হয়।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন তাঁকে কারাগারে পাঠান। শিশুটিকে মেহগনিবাগানের ডোবায় ফেলা দেওয়ার কথা মৌসুমী আদালতে স্বীকার করেছেন। এ নিয়ে অধিকতর তদন্ত করে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, জন্মের পর থেকেই শিশুটির শ্বাসনালিতে সমস্যা ছিল। দুধ খেতে গেলে বুকে আটকে যেত। এ নিয়ে চিকিৎসা চলছিল। ঘটনার দিন শিশুটি মায়ের বুকের দুধ খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে। গলায় দুধ আটকে গেছে, এই আশঙ্কায় মা মৌসুমী শিশুটিকে ঝাঁকান ও মাথায় ফুঁ দেন। এর মধ্যে শিশুটি নিস্তেজ হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কী বলবেন, এই ভয়ে শিশুটিকে বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে আসেন মৌসুমী। এরপর তিনি জানান দেন যে তাঁর শিশুটিকে পাওয়া যাচ্ছে না। গ্রেপ্তার হওয়ার আগপর্যন্ত শিশুটির মৃত্যুর কথা তিনি স্বীকার করেননি।