কিশোরগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ, থানা ও আওয়ামী লীগ কার্যালয় পাহারায় পুলিশ

কিশোরগঞ্জে হাজারো ছাত্র–জনতা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছবি: প্রথম আলো

সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে কিশোরগঞ্জে হাজারো জনতার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ। আজ শনিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচির শুরু হয়ে বেলা দেড়টার দিকে শেষ হয়।

এতে বৈষম্যবিরোধী ছাত্রজনতা, অভিভাবকসহ নানা সংগঠনের হাজারো প্রতিবাদকারীর স্লোগানে উত্তাল থাকে শহর।

মিছিলটি গুরুদয়াল কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হারুয়া, আখড়াবাজার, কালীবাড়ী, রথখলা, গৌরাঙ্গবাজার হয়ে পুরান থানা এলাকায় এসে রাস্তা অবরোধ করে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় সমাবেশের আশপাশে কোনো পুলিশের সদস্যকে দেখা না গেলেও বিক্ষোভ মিছিল চলাকালে তাঁদের স্টেশন রোডের মডেল থানা পাহারায় ও একই সড়কে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় পাহারা দিতে দেখা যায়।

মিছিলকারীরা পুলিশের সামনে এসে ভুয়া ভুয়া স্লোগান দিলেও পুলিশকে নীরবতা পালন করতে দেখা গেছে। এ সময়ে শহরে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। তবে মিছিলের জন্য প্রায় দেড় ঘণ্টাব্যাপী শহরে যান চলাচল খুবই কম ছিল। অনেককে দোকানপাটের শাটার লাগিয়ে সমানে দাঁড়িয়ে মিছিলের ভিডিও, ছবি তোলাসহ আন্দোলনকারীদের স্লোগানের সঙ্গে সুর মিলিয়ে স্লোগান দিতেও দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক গুম-খুনের বিচারের দাবিসহ পুলিশ, ছাত্রলীগের বর্বরোচিত হামলার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের কর্মসূচি শেষ হয়েছে। তবে বিক্ষোভ চলাকালে থানার সামনে ও আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।