রাতের আঁধারে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা, পাঁচ যুবক আটক

ফেনী জেলার মানচিত্র

ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় পাঁচ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাহাতাবপুর এলাকার বিজয় দাসের ছেলে অসিত চন্দ্র দাস, জগবন্ধু দাসের ছেলে জয়দেব দাস, সোনাচান দাসের ছেলে সুজিত দাস; একই জেলার জামালগঞ্জ থানার বিনাজুরা এলাকার ধর্মরাজ দাসের ছেলে নিকিলেস দাস এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার গণ্ডামারা এলাকার ভজেন্দ্র দাসের ছেলে ভূপেন্দ্র দাস।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিজিবির টহল দল ফুলগাজী উপজেলার ২১৮০ নম্বর সীমান্ত পিলারের কাছে অভিযান চালায়। অভিযানে আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর উচ্চবিদ্যালয়ের পাশে অবস্থানকালে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার পাঁচ যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই যুবকেরা বিজিবিকে জানান, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে রাতের আঁধারে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। আটক ব্যক্তিদের সঙ্গে কথা বলে স্থানীয় দালাল চক্রের পাঁচ সদস্যকেও শনাক্ত করা গেছে।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আটক পাঁচ ব্যক্তি এবং দালাল চক্রের পাঁচজনের নাম উল্লেখ করে ফুলগাজী থানায় মানব পাচার আইনে মামলা করা হয়েছে। আটক যুবকদের ফুলগাজী থানায় হস্তান্তর করেছে বিজিবি।