সিরাজগঞ্জে এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীকে অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছিনতাই
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীকে অপহরণের পর ২৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌরসভার সরকারি আকবর আলী কলেজের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

ওই দুই কর্মী হলেন উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। তাঁরা দুজনেই ডাচ্‌–বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী।

পুলিশ, ব্যাংকের এজেন্ট ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মামুন ও মিরাজ একটি ব্যাগে টাকা নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে যাচ্ছিলেন। পৌর শহরের সরকারি আকবর আলী কলেজ সড়ক এলাকায় পৌঁছালে পাঁচ থেকে ছয়জন একটি মাইক্রোবাস থেকে নেমে মোটরসাইকেলের পথ রোধ করে তাঁদের দুজনের মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে দ্রুত মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের নিয়ামতপুর সড়কের পাশ থেকে এ দুজনকে উদ্ধার করে। তবে তাঁদের সঙ্গে থাকা টাকার ব্যাগটি পাওয়া যায়নি।

ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু বলেন, ‘ওই ব্যাগের মধ্যে উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে দেওয়ার জন্য ২৮ লাখ টাকা ছিল।’

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক আজ শুক্রবার সকাল ১০টার দিকে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই এজেন্ট ব্যাংকিং কর্মচারীকে উদ্ধার করতে পারলেও টাকার ব্যাগটি উদ্ধার করতে পারেনি। উদ্ধার হওয়া দুই কর্মচারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইকারীরা তাঁদের তুলে নিয়ে প্রথমে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়েছে। এরপর তাঁদের দুজনকে মহাসড়কের পাশে ফেলে গেছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।