সিরাজগঞ্জে ২০ কিলোমিটার মহাসড়কজুড়ে যানজট
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মহাসড়কে যানজট থাকায় সিরাজগঞ্জ শহর দিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। এতে শহরেও তৈরি হয়েছে যানজট।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির প্রথম আলোকে বলেন, এই মহাসড়কে আজ শুক্রবার সকালে একটি দুর্ঘটনায় নলকা সেতু এলাকা থেকে যানজট সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসংলগ্ন উল্লাপাড়া উপজেলার পাচলিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে এ যানজট নলকা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
শুক্রবার বিকেলে হাটিকুমরুল গোলচত্বর এলাকার ফল ব্যবসায়ী মানিক মিয়া প্রথম আলোকে বলেন, এই মহাসড়কের চান্দাইকোনা পর্যন্ত এখনো অনেক যানবাহন দীর্ঘ যানজট পড়ে থেমে আছে। যে কারণে অনেক যাত্রী পরিবহন থেকে নেমে আশপাশের এলাকায় হাঁটাহাঁটি করছেন।
মহাসড়কে যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অনেক যানবাহন সিরাজগঞ্জ শহরের মধ্যে ঢুকে পড়ায় যানজট আরও বেড়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দা রাসেল আহমেদ।
সকাল থেকেই যানজট নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মনিরুল ইসলাম। তিনি আরও বলেন, আজ ছুটির দিন হওয়ায় এমনিতেই মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই বেশি। যে কারণে এখনো যানজট আছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা থেকে কড্ডার মোড় হয়ে সেতু পর্যন্ত যানবাহনের কিছুটা ধীরগতি থাকলেও কোনো যানজট নেই। তবে নলকা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত যানজট রয়েছে। যে কারণে কড্ডার মোড় থেকে অনেক দূরপাল্লার পরিবহন সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে চান্দাইকোনার দিকে যাওয়ার চেষ্টা করায় কিছুটা সমস্যা হয়েছে। যানজট নিরসনে জন্য কাজ করছে পুলিশ।