মুরাদনগরে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের কালারাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো কালারাইয়া গ্রামের কাজী সেলিম মিয়ার ছেলে কাজী ইয়াছিন আরাফাত (৫) ও ইদন মিয়ার মেয়ে রোজা মনি (৩)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাহার খান প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যরা দুই শিশুকে বাড়িতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন। তখন স্বজনেরা পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম প্রথম আলোকে বলেন, বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে চাচাতো দুই ভাইবোন মারা যায়।
এ নিয়ে কুমিল্লায় গত চার দিনে পানিতে ডুবে ৯টি শিশুর মৃত্যু হলো। এর মধ্যে দেবীদ্বারে এক দিনে তিনজন, চান্দিনায় দুজন ও দাউদকান্দিতে দুজন মারা যায়। জনস্বাস্থ্যবিদ ও কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, তীব্র দাবদাহে গ্রামের শিশুরা ঘরের পাশে আঙিনা ও পুকুর পাড়ে গাছতলায় খেলতে যায়। তখন অজান্তে গরমের মধ্যে পুকুরের পানিতে নেমে যায়। অভিভাবকদের শিশুদের চোখে চোখে রাখতে হবে। নিজ নিজ এলাকায় এ নিয়ে সচেতনতামূলক ক্যাম্পিং করা দরকার।