দিনাজপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত, মহাসড়ক অবরোধ

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের পর ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বারাইহাট এলাকায়ছবি: প্রথম আলো

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বারাইহাট এলাকায় ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে যানজট দেখা দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত ব্যক্তিরা হলেন ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর গ্রামের বাসিন্দা ইজিবাইকচালক নজরুল ইসলাম (৪৮) ও পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল হোসেন প্রামাণিকের স্ত্রী জাহানারা বেগম (৫০)। তিনি ওই ইজিবাইকের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় পার্বতীপুরের মদনপুর গ্রামের কাশেম আলী (৬০) ও তাঁর স্ত্রী জিন্না খাতুন (৫০) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমড়ে–মুচড়ে যাওয়া ইজিবাইক
ছবি: প্রথম আলো

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে যাত্রী নিয়ে উপজেলার বারাইহাট থেকে ফুলবাড়ীর উদ্দেশে রওনা করেন ইজিবাইকচালক নজরুল ইসলাম। বারাইহাট পার হয়ে একটি বাঁক ঘোরার সময় বিপরীত দিকে দিনাজপুরের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালকসহ দুজন নিহত হন এবং ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।

স্থানীয় লোকজন আহত দুই যাত্রীকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। পরে ইউএনও ও পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের শান্ত করলে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজন ট্রাকের চালক ও সহযোগীকে আটক করে পুলিশে দেন। তাঁদের থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদে স্বজনেরা এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।