কেরানীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ
ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমানের এজেন্টদের কয়েকটি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ রোববার সকাল আটটার দিকে নবাবচর আদর্শ ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান বলেন, ‘কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নিশানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তাঁদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিশানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর আলম বলেন, ট্রাক প্রতীকের প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া হয়নি। তাঁরা নিজেরা ইচ্ছাকৃতভাবে বের হয়ে গেছেন।
ঢাকা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল আজিজ বলেন, কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃ
দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম, সহিংসতায় প্রাণ গেল ১ জনের
নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন
আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে: জি এম কাদের
ঢাকা-২ আসন কেরানীগঞ্জের সাতটি ইউনিয়ন, সাভার উপজেলার তিনটি ইউনিয়ন ও কামরাঙ্গীরচর থানার তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে ভোটারসংখ্যা ৫ লাখ ৫৮ হাজার ৯৫৪। ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৭টি ও মোট বুথ ১ হাজার ২৩৪টি। এ আসনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের কামরুল ইসলাম (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (ট্রাক প্রতীক), জাতীয় পার্টির শাকিল আহমেদ (লাঙ্গল প্রতীক) ও ইসলামী ঐক্যজোটের মাওলানা মো. আশরাফ আলী জিহাদি (মিনার প্রতীক)।