ইফতার পার্টি না করার অনুরোধের বিষয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নতুন বিজ্ঞপ্তি
পবিত্র রমজান মাসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির আয়োজন না করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুই দিন আগে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টির ব্যাখ্যা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফজলুর রহমান স্বাক্ষরিত আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রতিবছর রমজান মাসে ইফতার পার্টি আয়োজনে বিভিন্ন বিভাগ ও দপ্তরগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা করা হতো। তবে এ বছর পবিত্র রমজান মাসে সরকারিভাবে বড় করে ইফতার পার্টি উদ্যাপন না করার জন্য নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পরিপ্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয়ের খরচ কমাতে এবারের রমজানে সংশ্লিষ্ট কাউকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না। তবে বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট যে কেউ নিজেদের অর্থায়নে ইফতার পার্টির আয়োজন করতে পারবে।’
এ বিষয়ে কথা বলার জন্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেননি।
এর আগে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সবাইকে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার অনুরোধ করা হয়। গতকাল সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়। এ নির্দেশনার সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরব হন। তাঁরা দ্রুত এ নির্দেশনা বাতিল করার আহ্বান জানান।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই নির্দেশনার প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’–এর ব্যানারে ক্যাম্পাসের গোলচত্বরে আজ ‘গণ–ইফতার কর্মসূচি’র আয়োজন করা হয়েছে। এতে সবাইকে সাধ্য অনুযায়ী ইফতারি নিয়ে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা।