কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান হত্যার ১৫ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈমুদ্দিন ওরফে সেন্টু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম ওরফে টুকুকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুষ্টিয়া র্যাব ক্যাম্প। গ্রেপ্তার তরিকুল দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মহির উদ্দিন আহমেদের ছেলে। আজ মঙ্গলবার সকালে তাঁকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিনকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব বাদী দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৮-১০ জনকে। প্রধান আসামি করা হয় তরিকুল ইসলামকে।
মামলার পর আলোচিত এই হত্যা মামলার আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। সোমবার তথ্যের ভিত্তিতে র্যাব পাবনা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাঁকে কুষ্টিয়া র্যাব ক্যাম্পে আনা হয়।
কুষ্টিয়া র্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, বাকি আসামিদের ধরতেও র্যাবের তৎপরতা বাড়ানো হয়েছে।