কুমিল্লায় মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় দাদি-নাতি নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারে সময় বাসচাপায় এক শিশু ও তার দাদি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে একটার দিকে মহাসড়কটির কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুপি ইউনিয়নের দক্ষিণ রাচিয়া গ্রামের বাসিন্দা রাজিয়া বেগম (৫০) ও তাঁর ছেলে মহিউদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৮)।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নাতি ইসমাইলকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন দাদি রাজিয়া। সেখান থেকে ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন তাঁরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার। তিনি বলেন, নাতি ও দাদিকে চাপা দেওয়ার পর বাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক ও সহকারী। তবে বাসটিকে শনাক্ত করা গেছে। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, মহাসড়কের ঢাকামুখী লেন পারাপারের সময় ‘এশিয়া এয়ারকন’ নামের একটি বাস রাজিয়া ও ইসমাইলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় হাইওয়ে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হবে।