সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের খাদ থেকে একজনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের খাদ থেকে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া ব্যক্তির নাম আশুতোষ নাথ (৪৫)। তিনি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী। আশুতোষের কাকা সীতাকুণ্ড মেলা কমিটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক স্বপন কুমার নাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০ ফুট ওপরে থাকা চন্দ্রনাথ ধাম থেকে নামার পথে একটি সিঁড়ি ভেঙে খাদে পড়ে দুই তীর্থযাত্রী নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এর পর থেকে প্রায় চার ঘণ্টা পাহাড়ে ওঠানামার পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিকল্প পথ ইকোপার্ক সড়ক হয়ে তীর্থযাত্রীদের নামানো হয়। জট কমে গেলে পুনরায় ওঠানামা শুরু হয়। ওই সময় দুই তীর্থযাত্রী নিহত হওয়ার বিষয়টি ‘গুজব’ বলে জানিয়েছিল পুলিশ ও মেলা কমিটি।
আজ মঙ্গলবার একজনের লাশ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। নিহত ব্যক্তি কখন, কীভাবে মারা গেছেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। সিঁড়ি ভেঙে খাদে পড়ে দুই তীর্থযাত্রী নিহত হওয়ার খবর ‘গুজব’ বলার বিষয়ে ওসি বলেন, তিনি তখনো গুজব বলেননি। তবে তাঁর কাছে নিহতের কোনো তথ্য ছিল না বলে জানিয়েছিলেন। এ ছাড়া চন্দ্রনাথ ধাম এত দুর্গম এলাকায় এবং মেলায় এত বেশি তীর্থযাত্রী এসেছেন যে কোথাও কোনো ঘটনা ঘটলে সেটা উদ্ধারেও যাওয়া দুষ্কর হয়ে পড়ে। কেউ সুস্পষ্টভাবে কোথায় দুর্ঘটনা হয়েছে, সে বিষয়টি জানাতে পারেনি। স্বেচ্ছাসেবকেরা এমন গুজব ছড়িয়ে দিতে পারেন বলে তিনি জানান।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, গত তিন দিনে সীতাকুণ্ড থানায় চারজন নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার হলো। এখনো নিখোঁজ তিনজনের মধ্যে দুজন নারী আছেন।
মেলা কমিটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক স্বপন কুমার নাথ প্রথম আলোকে বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিঁড়ি ভেঙে দুই ব্যক্তি উঁচু পাহাড় থেকে খাদে পড়ে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া এই ধরনের ঘটনা হলেও মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত। ফলে আরও মানুষ হতাহত হতো। যেহেতু রাতের বেলায় বিষয়টি স্বাভাবিক ছিল। তাই সেটিকে গুজব হিসেবে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু ওই জায়গায় এখন লাশ উদ্ধার হলে বিষয়টি গুজব ছিল না।
সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে গত শুক্রবার থেকে তিন দিনের সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দশী মেলা শুরু হয়। প্রতিবছর এ মেলা তিন দিনের হলেও এবার তিথির কারণে মেলা চলে চার দিন। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত ১০ লাখের বেশি পুণ্যার্থীর সমাগম হয়। তাঁদের সঙ্গে যোগ দেন ভারতসহ উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে আসা পুণ্যার্থীরা।