গোয়ালন্দে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই শ্রমিক নিহত
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের সংস্কারকাজ শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার উজানচর নবুওছিমদ্দিনপাড়া এলাকার আঞ্জুমান-ই-কাদেরিয়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন রাজবাড়ী সদর উপজেলার সিঙ্গাবাজার হোমেশপুর গ্রামের জাহাঙ্গীর মোল্লা (৩৫) ও পশ্চিম ভবদিয়া গ্রামের আবুল শেখ (৫০)। দুর্ঘটনার পরপর জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে আজ বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুলের মৃত্যু হয়েছে। আহত তিনজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত শ্রমিকদের একজন ইউসুফ মোল্লা বলেন, সদর উপজেলার খানখানাপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের সংস্কারকাজ শেষে সন্ধ্যার পর আবুলের ভ্যানে চড়ে ছয়জন বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে যাওয়ার পর তাঁদের বহনকারী ভ্যানের সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা সরে যায়। হঠাৎ বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাস তাঁদের ধাক্কা দেয়। এতে মুহূর্তেই সবাই মহাসড়কের বিভিন্ন জায়গায় ছিটকে পড়েন। এ সময় জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হন।
গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল শেখ প্রথম আলোকে বলেন, বাসটি জব্দের চেষ্টা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষে ময়নাতদন্তের পর জাহাঙ্গীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।