প্রকাশ্যে এক নারীকে পেটানোর ভিডিও ভাইরাল, যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে প্রকাশ্যে কাঠ দিয়ে এক নারীকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার এ ঘটনায় একটি মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রোববার ওই নারীকে পিটিয়ে নির্যাতনের ঘটনাটি ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাশেদ আলম। তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ হাজিবাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতিতে সক্রিয়।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদ ওই নারীর আত্মীয়। একই সময়ে আরেক নারীকেও পেটানো হয়েছে। দুজন স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ১৭ সেকেন্ডের। সেখানে লোকজনের সামনে এক নারীকে কাঠ দিয়ে পেটাতে দেখা যায় রাশেদকে। এ সময় উপস্থিত লোকজন তাঁকে আটকানোর চেষ্টা করছেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে ও তাঁর খালাতো বোনকে রাশেদ আলম পিটিয়ে আহত করেন। তাঁদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় থানায় তিনি বাদী হয়ে মামলা করেছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওটি আমাদের নজরে এসেছে। প্রাথমিক তদন্তেও প্রকাশ্যে মারধরের সত্যতা পাওয়া গেছে। মারধরের শিকার দুই নারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তারা মামলার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’