কলারোয়া সীমান্ত থেকে দুই কেজি সোনাসহ গ্রেপ্তার ১

চারটি সোনার বারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছেছবি: সংগৃীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কেজি ওজনের চারটি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে কলারোয়া সীমান্তের ভাদিয়ালী এলাকা থেকে তাঁকে আটক করে। পরে এ ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইয়াকুব আলী (৫৩)। তাঁর বাড়ি কলারোয়া উপজেলার রাজপুর গ্রামে।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. আতাউর রহমানের নেতৃত্বে একটি একটি দল ভাদিয়ালী এলাকায় অবস্থান নেয়। সকাল সোয়া ছয়টার দিকে ওই এলাকা থেকে মো. ইয়াকুব আলী নামের একজন সীমান্তের দিকে যাচ্ছিলেন। দেখে সন্দেহ হলে তাঁকে আটক করে তাঁর শরীর তল্লাশি করা হয়। এ সময় তাঁর কোমরে বাঁধা গামছার মধ্যে থেকে দুটি বড় ও দুটি ছোট সোনার বার উদ্ধার করা হয়। এ সময় তাঁকে আটক করা হয়।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, উদ্ধার হওয়া সোনার ওজন ১ কেজি ৮৯৫ গ্রাম। এর আর্থিক মূল্য ১ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৫ টাকা। এ ঘটনায় হাবিলদার মো. আতাউর রহমান বাদী হয়ে কলারোয়া থানায় মামলা করে মো. ইয়াকুব আলীকে স্থানীয় থানায় সোপর্দ করেন। পরে উদ্ধার করা সোনার বার চারটি সাতক্ষীরা ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।