বাড়ির পাশের গর্তের পানিতে উপুড় হয়ে পড়ে ছিল শিশুটির লাশ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে সিয়াম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু সিয়াম ওই এলাকার ইলেকট্রিক মিস্ত্রি রুহুল আমিনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজ উর রহমান বলেন, দুপুরের পর সিয়াম বাড়ির বাইরের উঠানে খেলছিল। এর কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশুটিকে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য রিয়াজ আরও বলেন, রুহুল আমিনের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে ছেলে সিয়াম সবার ছোট। গত দুই দিনের বৃষ্টির পানি জমে বাড়ির পাশে কাটা গর্তে কিছুটা পানি বেড়েছিল। খেলতে খেলতে সবার অজান্তে শিশুটি ওই গর্তের পানিতে পড়ে যায় বলে ধারণা করছেন স্বজনেরা। শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। শিশুর বাবা রুহুল আমিন প্রায় দুই মাস আগে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে আহত হয়ে বিছানায় আছেন। এরই মধ্যে আবার রুহুলের একমাত্র ছেলেটি মারা গেল। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তেঁতুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আরমান আলী শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।