টেকনাফে দুই লাখের বেশি ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার
২ লাখ ৩০ হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়ার বেড়িবাঁধ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুর শুক্কুর (২১) মিয়ানমারের মংডু টাউনশিপের নাফ ফোঁড়ার মৃত সালেহ আহমদের ছেলে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
বিজিবি সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হ্নীলা সীমান্তচৌকির দক্ষিণ-পূর্ব দিকে জেলেপাড়ায় নাফ নদীর তীরে একটি দল টহল দিচ্ছিল। এ সময় বস্তা কাঁধে নিয়ে দুজনকে নাফ নদী দিয়ে সাঁতরে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে জেলেপাড়ার দিকে আসতে দেখেন বিজিবির সদস্যরা। বিজিবির টহল দল সংকেত দিলে বস্তা ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুজন। তাঁদের মধ্যে একজন ধরা পড়েছেন। ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে আবদুর শুক্কুর জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে পাচার করছেন। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।