কিশোরগঞ্জের ভৈরব প্রান্তে মেঘনা নদীর তীরে ত্রি সেতুর পাড়ে আজ শনিবার বসে ছিলেন তরুণী মারিয়া ভূঁইয়া। দৃষ্টি মেঘনা নদীতে। এখানেই গতকাল শুক্রবার সন্ধ্যায় বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবিতে মারিয়ার চোখের সামনে ডুবে যান তাঁর মামা ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানা, মামি মৌসুমি বেগম, সাত বছর বয়সী মামতো বোন ইভা ও চার বছর বয়সী মামাতো ভাই রাইসুল ইসলাম। ডুবতে ডুবতে বেঁচে ফিরেছেন মারিয়া। কিন্তু চোখের সামনে চার স্বজনের পানিতে ডুবে যাওয়ার মর্মান্তিক দৃশ্য কোনোভাবেই ভুলতে পাচ্ছেন না তিনি।
দুর্ঘটনার পর মারিয়ার ওই চার স্বজন নিখোঁজ আছেন। তাঁদের সন্ধান পাওয়ার আশায় মেঘনা নদীর তীরে বসে আছেন মারিয়া। আজ সকালে ভৈরব প্রান্তের ত্রি সেতু পাড় এলাকায় কথা হয় মারিয়ার সঙ্গে। দুর্ঘটনার মুহূর্ত স্মরণ করে কান্নাজড়িত কণ্ঠে মারিয়া বলেন, ‘পানিতে পড়ে যাওয়ার পর ইভা আর রাইসুল আমাকে ধরে ছিল। আমিও ডুবে যাচ্ছিলাম। মুহূর্তেই দেখি, তারা আমাকে ছেড়ে দিয়েছে, ডুবে যাচ্ছে। মামা-মামি নৌকার ভেতরে আটকা পড়ে। তাঁরা আর বের হতে পারেননি। একপর্যায়ে আমাকে কে বা কারা তীরে নিয়ে আসেন।’
চোখ মুছতে মুছতে মারিয়া বলেন, সাত মাস আগে মামা (সোহেল রানা) ভৈরব হাইয়ে থানায় কনস্টেবল পদে যোগ দেন। পরিবারের লোকজন নিয়ে ভৈরবে থাকতেন। মামার বাসায় বেড়াতে দুই সপ্তাহ আগে তিনি ভৈরব আসেন। গতকাল মামার প্রস্তাবে তাঁরা সবাই নৌকা করে ঘুরতে গিয়েছিলেন।
কিছুক্ষণ চুপ থাকার পর মারিয়া বলেন, দুর্ঘটনাটি ঘটে তীরে ফেরার কয়েক মিনিট আগে। আর দুই থেকে তিন মিনিট সময় পেলে নৌকাটি তীরে পৌঁছে যেত। তখন সেতুর এক পাশে ছিল নৌকাটি। অপর পাশ থেকে আসছিল বাল্কহেডটি। বাল্কহেডটি সেতুর পিলারের কারণে কিছুটা সময় অদৃশ্য ছিল। হঠাৎ করে বাল্কহেডের সামনে পড়ে যায় নৌকাটি। এ সময় বাল্কহেডের ধাক্কায় তাঁদের বহনকারী নৌকাটি উল্টে যায়।
নিখোঁজ সোহেল রানার গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফাতেহাবাদ গ্রামে। আবদুল আলীম ও রওশন আরা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে সোহেল রানা দ্বিতীয়। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পরিবারের সদস্যরা ভৈরব আসেন।
গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ভৈরবে মেঘনা নদীর পাশাপাশি থাকা তিনটি সেতু এলাকায় বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ছয়জন নিখোঁজের খবর পাওয়া যায়। তবে আজ সকালে সরেজমিন খোঁজ নিয়ে আটজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। আজ সকাল থেকেই নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ডুবুরি দল।