পটুয়াখালীতে পুলিশের ধাওয়া ও লাঠিপেটায় বিএনপির পদযাত্রা ছত্রভঙ্গ
পটুয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ধাওয়া দিয়ে নেতা–কর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের কলেজ রোডে বিএনপির কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপি পদযাত্রার কর্মসূচির আয়োজন করে। এর অংশ হিসেবে আজ শনিবার সকালে পটুয়াখালী শহরের বনানী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া এতে সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকারের সঞ্চালনায় সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সমাবেশে শেষে পদযাত্রা শুরু হয়ে পৌরসভা মোড়ে যাওয়ার পথে পুলিশ পেছন থেকে ধাওয়া দিয়ে লাঠিপেটা শুরু করে। এতে নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজ শনিবার জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি করছে বিএনপি।
জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার বলেন, ধাওয়ার সঙ্গে নেতা–কর্মীদের লাঠিপেটা শুরু করে পুলিশ। এ সময় নেতা–কর্মীদের কাছ থেকে ব্যানার–ফেস্টুন কেড়ে নেওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এমনিতেই জেলা বিএনপিতে দ্বন্দ্ব রয়েছে। কে সামনের সারিতে থাকবে, কে বক্তব্য রাখবে, এসব নিয়ে নিজেদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শহরের পরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এ পদক্ষেপ নেয়।