চুয়াডাঙ্গায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলছাত্র নিহত
চুয়াডাঙ্গা পৌর এলাকায় ইজিবাইকের সঙ্গে এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহাদ আলী ওরফে জীবন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় হারুন অর রশিদ ওরফে জজ (১৬) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে চুয়াডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহাদ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের শ্রীকোল-বোয়ালিয়া বসতিপাড়ার মো. আকছেদ আলীর ছেলে। সে শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। আহত হারুন শ্রীকোল-বোয়ালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, আজ সকালে হারুন মোটরসাইকেল চালিয়ে চুয়াডাঙ্গা শহরের দিকে রওনা দেয়। আহাদ ওই মোটরসাইকেলের পেছনে বসেছিল। সকাল সোয়া ৯টার দিকে তারা চুয়াডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আহাদ ও হারুন দুজনই মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় আহাদ ও হারুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক আহাদ আলীকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক শাপলা খাতুন বলেন, দুর্ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই আহাদ মারা যায়। আহত হারুনকে সদর হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান বলেন, নিহত আহাদের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ওই ইজিবাইকের চালক পালিয়ে গেছেন।