নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৫৪ সদস্যের কমিটি ঘোষণা

সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করার অংশ হিসেবে এবার নেত্রকোনায় ২৫৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের পঞ্চম আহ্বায়ক কমিটি।

গতকাল সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে নেত্রকোনা জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন

কমিটি গঠনসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এ কমিটি অনুমোদন করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার এ কমিটিতে শেখ হাসনাত জনিকে আহ্বায়ক, মো. আশরাফুল আলমকে (অপূর্ব) সদস্যসচিব ও ছাব্বির আহম্মদকে মুখ্য সংগঠক করা হয়েছে। তিনজনই নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী।

কমিটির মুখপাত্র করা হয়েছে আবু আব্বাস কলেজের শিক্ষার্থী সাবা সরকার তৌওশীকে। এ ছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক ৪২ জন, যুগ্ম সদস্যসচিব ৪৪, সংগঠক ৫২ ও ১১২ জনকে সদস্য করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে ২ নভেম্বর কুষ্টিয়ায় ১১১ ও নড়াইলে ৫১; ৩ নভেম্বর চুয়াডাঙ্গায় ১০১ ও ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯ সদস্যের কমিটি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন