সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা আগেই শুরু হয়েছে। আজ শনিবার বেলা দুইটায় এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। তবে বেলা সাড়ে ১১টার দিকে কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশস্থলে ইতিমধ্যে বিপুলসংখ্যক নেতা–কর্মী ও সমর্থক উপস্থিত হয়েছেন।
সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সভায় স্থানীয় নেতারা এখন বক্তব্য দিচ্ছেন। বেলা দেড়টার দিকে মঞ্চে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, স্থানীয় নেতাদের মধ্যে সিলেট বিভাগের বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা বক্তব্য দেবেন। এরপর কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
বিএনপির প্রথম গণসমাবেশ হয় গত ১২ অক্টোবর, চট্টগ্রামে। এরপর ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে গণসমাবেশ করেছে বিএনপি। এর মধ্যে ময়মনসিংহ ছাড়া বাকি সব স্থানে ধর্মঘটের ডাক দেওয়া হয়।
ময়মনসিংহে গণসমাবেশের আগে অঘোষিত ধর্মঘট পালিত হয়। গণসমাবেশের দিন গণপরিবহন বন্ধ ছিল সেখানে। একইভাবে সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে গতকাল শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। অন্যদিকে সিলেট জেলায় আজ সকাল ছয়টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়। এ ধর্মঘট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। তবে ধর্মঘট উপেক্ষা করে অনেকে মোটরসাইকেলে, সিএনজিচালিত অটোরিকশায় ও হেঁটে সমাবেশে আসছেন।