উল্টে যাওয়া বাসে চাপা পড়ে চালকের সহকারী নিহত, আহত ৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিলে পড়ে উল্টে যায়। এ সময় বাসটির নিচে চাপা পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় যাত্রী। আজ শনিবার বেলা ১১টার দিকে মহাসড়কের সাতকানিয়ার মৌলভির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ করিম (৪৫)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর বড়পাড়া এলাকার মোহাম্মদ হাসানের ছেলে। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসচালকের সহকারী মোহাম্মদ করিমের লাশ উদ্ধার করেন। এর আগে স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল মতিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর মিনিবাসটির চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত সহকারীর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।