সাত্তার ভূঁইয়া জীবনের শেষে এসে বুঝতে পেরেছেন, বাংলাদেশের উন্নয়ন আওয়ামী লীগ দিয়েই হয়: আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে উদ্দেশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘তিনি অনেক বয়োবৃদ্ধ। কিন্তু জীবনের শেষে এসে বুঝতে পেরেছেন, বাংলাদেশের উন্নয়ন আওয়ামী লীগ দিয়েই হয়। সেই জন্যই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।’
আজ রোববার বেলা দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আধুনিকায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের বিজয়ী প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডরমিটরিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।
তবে আইনমন্ত্রীর বক্তব্যের বিষয়ে কোনো জবাব দেননি আবদুস সাত্তার ভূঁইয়া। তিনি বলেন, ‘উপস্থিত প্রধান অতিথি আইনমন্ত্রীসহ এখানে যাঁরা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আগেও গিয়েছি। আজ যে অবস্থানে গিয়েছে, আগে তেমন ছিল না। আপনারা যত কিছুই বলেন, আমার দৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব আস্তে আস্তে অনেক উন্নত হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত হবে। আমার শত সীমাবদ্ধতার মাঝেও যতটুকু পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনাদের দাবিদাওয়া দেখার মালিক প্রধান অতিথি (আইনমন্ত্রী)। ওনার (আইনমন্ত্রী) সঙ্গেও থাকব, ওনার পাশে থাকব। যতটুকু সম্ভব সহযোগিতা করব।’
গত বছরের ডিসেম্বরে বিএনপির দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে ওই আসনে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবার জয় পান। তাঁর পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও মাঠে ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকার আসার আর কোনো সম্ভাবনা নেই বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশ একটা স্বাধীন দেশ। একটি স্বাধীন দেশে সাংবিধানিভিত্তিক সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট কেয়ারটেকার গভর্নমেন্টকে (তত্ত্বাবধায়ক সরকার) অবৈধ বলে রায় দিয়েছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে সংসদ সংবিধান সংশোধন করেছেন। এখন থেকে সংবিধানে যেভাবে বলা আছে, ঠিক সেভাবেই নির্বাচন হবে। বিএনপির সাহেবরা তো সংবিধান পড়েন না। ওনারা খুব বেশি হলে পড়েন আর্মি অ্যাক্ট।’
অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার এবং পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রমুখ।