নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়েছবি: প্রথম আলো

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। নীলফামারীর সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এতে অংশ নেন।

কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, নীলফামারী মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, জেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। এ ছাড়া জেলা আইনজীবী সমিতি, আইনজীবী সহকারী সমিতি, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, নীলফামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, জেলা বিএনপির সহসভাপতি মাহাবুব উর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি আবু মো. সোয়েম, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ, নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আব্দুর রহিম, বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জেলা সভাপতি মো. সোহেলুর রহমান, নীলফামারী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক সোহানুর রহমান, শেষ বর্ষের শিক্ষার্থী অর্পিতা চৌধুরী, হরিমোহন রায়, বাধন আচার্য, চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী রাহাতুল জান্নাত প্রমুখ।

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রকারীদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সমাবেশে বক্তারা বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া হলে নীলফামারী জেলা ‘ব্লকেড’ ঘোষণা করা হবে। সারা দেশের সঙ্গে বন্ধ করে দেওয়া হবে আকাশপথ, রেলপথ ও সড়কপথের যোগাযোগ।

শিক্ষার্থী অর্পিতা চৌধুরী বলেন, ‘২০১৮ সালে প্রতিষ্ঠিত নীলফামারী মেডিকেল কলেজ নীলফামারী ও আশপাশের জেলার জনগণের স্বাস্থ্যসেবা দিতে ও চিকিৎসাশাস্ত্র শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে সাম্প্রতিক বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, দেশের কিছু সরকারি মেডিকেল কলেজ বন্ধের আলোচনা চলছে। যেখানে আমাদের প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত।’

অর্পিতা চৌধুরী আরও বলেন, শুরুর দিকে কিছু জনবল ও অবকাঠামোগত ঘাটতি থাকলেও শিক্ষার্থী ও শিক্ষকদের নিরলস এবং ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পেশাগত পরীক্ষাগুলোতে নীলফামারী মেডিকেল কলেজ বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। বিশেষ করে ২০২১-২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত প্রথম পেশাগত পরীক্ষায় ২৪টি মেডিকেল কলেজের মধ্যে পাশের হারে নীলফামারী মেডিকেল কলেজ প্রথম স্থান অর্জন করে।

সমাবেশ শেষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম।