ভোলায় চাহিদামতো টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ, আহত ৩

ন্যাশনাল ব্যাংক

ভোলায় চাহিদামতো টাকা না দেওয়ায় ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাদের ওপর এক গ্রাহক ও তাঁর লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ন্যাশনাল ব্যাংকের ভোলা শাখার ব্যবস্থাপক জামাল হোসেনসহ তিন কর্মকর্তা আহত হওয়ার কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংকে এসে নিজেদের চাহিদামতো টাকা তুলতে চান এক গ্রাহক। এ সময় ব্যাংকের কর্মকর্তারা টাকা না দিয়ে ‘সার্ভার জটিলতা’র কথা বলে রোববার টাকা নেওয়ার জন্য বলেন। তবে বিষয়টিতে ক্ষুব্ধ হয়ে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বাক্‌বিতণ্ডা শুরু করেন ওই গ্রাহক।

ব্যাংকের ব্যবস্থাপক জামাল হোসেনের ভাষ্য, সকাল থেকেই ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে অমি চৌধুরী নামের এক গ্রাহক তাঁর স্ত্রীসহ ১০ লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে আসেন। কিন্তু সার্ভার জটিলতার কারণে ঝামেলা হওয়ায় টাকা দিতে বিলম্ব হওয়ায় তাঁরা হামলা চালান। একপর্যায়ে তাঁদের দলবল এসে সংঘবদ্ধভাবে হামলা চালায় এবং টাকা নিতে ব্যাংকের ভল্ট ভাঙচুরের চেষ্টা করে। এ সময় তিনি ও তাঁর স্টাফসহ তিনজন আহত হন। পরে পুলিশ এসে দুজনকে আটক করে।

তবে অভিযুক্ত অমি চৌধুরীর স্ত্রী সামিয়া চৌধুরী বলেন, ন্যাশনাল ব্যাংকের ভোলা শাখায় তাঁর বেশ কিছু টাকা রয়েছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি ইসলামী ব্যাংকে কয়েক কোটি টাকা ঋণ থাকায় সেখানে কিস্তির টাকা পরিশোধের জন্য এখানে থাকা ১০ লাখ টাকা নিতে তিন থেকে চার দিন আগে আসেন। কিন্তু ব্যাংক কর্মকর্তারা নানা অজুহাতে ফিরিয়ে দেন এবং পরে একটি পে–অর্ডার দিলেও টাকা পাননি। বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপকের কাছে জানালে তিনি বুধবার টাকা নেওয়ার জন্য আসতে বলেন; কিন্তু সকালে ব্যাংকে এলে তিনি টাকা দিতে পারেননি এবং পুনরায় রোববার আসতে বলেন। একদিকে ইসলামী ব্যাংকের ঋণের টাকা পরিশোধের চাপ, অন্যদিকে এই ব্যাংকের হয়রানিতে তাঁর স্বামী মেজাজ ঠিক রাখতে পারেননি। তাই রাগ দেখিয়ে কথা–কাটাকাটি করেন।

ব্যাংক কর্মকর্তারা বিষয়টি অন্যদিকে নিয়ে যাচ্ছেন অভিযোগ করে তিনি আরও বলেন, ‘আমরা আমাদের কষ্টের জমানো টাকা নিতে এসেছি। এই টাকা দিতে কিসের এত বাধা?’

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ভোলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।