শ্রীপুরে মোজা কারখানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট

গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে আগুন লেগেছে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে এক মোজা তৈরির কারখানায় শনিবার বিকেলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কারখানাটির নাম গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর আগে ২০২৩ সালের ১০ জানুয়ারি এ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে যায় শেড ও মজুত মালামাল।

স্থানীয় লোকজন ও কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল সাড়ে চারটায় ভবনের দ্বিতীয় বা তৃতীয় তলায় আগুন লাগে। এরপর আগুন পাশের টিনশেড ভবনে ছড়িয়ে পড়ে। বহুতল ভবনে কারখানার প্রশাসনিক কাজ চলে। এ ছাড়া টিনশেড ভবনে মোজা তৈরি করা হয়।

কারখানার কর্মীরা আরও জানান, প্রাথমিকভাবে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে শ্রীপুর, কাপাসিয়া, টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস সম্পর্কেও জানা যায়নি।