করিমগঞ্জে ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-চামটা সড়কের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মাকসুদা বেগম (৩৫)। তিনি তাড়াইল উপজেলার ভাদেরা গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের বাসা থেকে চার বছর বয়সী মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে করিমগঞ্জের বালিখলায় যাচ্ছিলেন। নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে গেলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান মাকসুদা বেগম। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন বলেন, অজ্ঞাত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাকসুদা নিহত হয়েছেন। তবে মোটরসাইকেলে থাকা তাঁর স্বামী ও কন্যা সুস্থ আছেন।