হামলা-ভাঙচুর করলে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি বিএনপি নেতাদের
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশ থেকে কোনো স্থাপনা, বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলায় জড়িত থাকলে দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দেন জ্যেষ্ঠ নেতারা। আজ মঙ্গলবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে কয়েক হাজার নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আনন্দ উল্লাস করতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে বিশাল মাঠে বিএনপি, সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও ছাত্র-জনতার পদচারণে ভরে যায়। পরে হাজার হাজার ছাত্র-জনতাসহ নেতা-কর্মীরা আনন্দ শোভাযাত্রা নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হন।
সমাবেশে জেলা বিএনপির নেতা গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা সভাপতি আফরোজা খান (রিতা), জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, সহসভাপতি আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস খান মজলিস মাখন প্রমুখ বক্তব্য দেন।
এ সময় দলের যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত (ভজন), আবদুস সালাম বাদল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন (দিপু), জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জিন্নাহ খান ও জেলা জিয়া স্মৃতি পাঠাগার ও ড্যাবের সভাপতি চিকিৎসক জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আফরোজা খান রিতা বলেন, ‘এ বিজয় আমাদের প্রাথমিক বিজয়, চূড়ান্ত বিজয় অর্জন করতে আমাদের আরও ধৈর্য ও সহনশীল হতে হবে। সরকারি-বেসরকারি স্থাপনা, কারও বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা যাবে না। হামলা ও ভাঙচুর করা হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।’
এ ছাড়া বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরে শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশ থেকে মিছিল বের করেন বাংলাদেশ খেলাফত মজলিস জেলা কমিটির নেতা-কর্মীরা। মিছিল শেষে জেলা আদালত প্রাঙ্গণের সামনে সমাবেশ করেন।