মাদককে ‘না’ বলার শপথে চাঁদপুরে পুষ্টি–প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব শুরু
চাঁদপুরে মাদককে ‘না’ বলার শপথের মধ্য দিয়ে শুরু হয়েছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের আঞ্চলিক পর্ব। আজ শুক্রবার সকাল নয়টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিতর্ক উৎসবের সূচনা করেন প্রধান অতিথি চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ অসিত বরণ দাস।
উৎসবে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি উত্তম রায়। প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমিনুল হক সরদার। অনুষ্ঠানে মাদকের কুফল নিয়ে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের সভাপতি ও চিকিৎসক পীযূষ কান্তি বড়ুয়া। তিনি শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার শপথ করান।
পরে স্কুল মিলনায়তনে চাঁদপুর বন্ধুসভার সভাপতি রিফাত কান্তি সেনের সঞ্চালনায় সনাতনী বিতর্কের ওপর সংক্ষিপ্ত কর্মশালা পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি উত্তম রায় ও সনাক চাঁদপুরের সভাপতি পীযূষ কান্তি বড়ুয়া।
এরপর চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬৫ জন শিক্ষার্থীকে নিয়ে ছয়টি বিষয়ের ওপর বিতর্ক শুরু হয়। অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চবিদ্যালয়, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, পুরানবাজার মধুসূদন উচ্চবিদ্যালয়, বহরিয়া উচ্চবিদ্যালয়, লেডি দেহলভী বালিকা উচ্চবিদ্যালয়, হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চবিদ্যালয়, চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমি, চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর উত্তর শাহতলী জোবায়দা বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চবিদ্যালয় ও লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
আজ বিকেলে বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আঞ্চলিক বিতর্ক উৎসবে বিজয়ী দল ঢাকায় জাতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে। উৎসব আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা।