ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে পঞ্চগড়ে বাংলাদেশি তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে নিমাই চন্দ্র বর্মণ নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বড়শশী ইউনিয়নের চোপড়ামারি সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

নিমাই চন্দ্র বর্মণ ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দগাঁও এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিজিবিকে জানিয়েছেন, একটি দালাল চক্রের মাধ্যমে ভারতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিজিবি জানায়, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মালকাডাঙ্গা বিওপির বিজিবি সদস্যেরা ৭৭৪ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারসংলগ্ন চোপড়ামারি এলাকার ১০০ গজ বাংলাদেশের ভেতরে নিমাইকে দেখতে পান। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিমাই চন্দ্র বলেন, তিনি ১৭ হাজার টাকার বিনিময়ে ঠাকুরগাঁওয়ের একটি দালাল চক্রের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে চাচার বাড়িতে যেতে চেয়েছিলেন। তবে তাঁকে এ সময় ঘটনাস্থলে দালালদের কাউকে খুঁজে পায়নি বিজিবি।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মালকাডাঙ্গা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. মাহফুজ বলেন, নিমাইকে হাতেনাতে গ্রেপ্তারের পর গতকাল রাতেই বোদা থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে বাদী হয়ে মামলা করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মালকাডাঙ্গা বিওপির হাবিলদার মো. বেলাল হোসেন।

ওই মামলায় নিমাইকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বোদা থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক।