চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির মিছিল থেকে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের সাতজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মো. জয়নাল আবেদীন (৩৫), আনোয়ার আলম (৪০), মোহাম্মদ লিয়াকত (৪২), মিকদাদ হোসেন জায়েদ (২২), মোহাম্মদ তৈয়ব (৪০), মোহাম্মদ এরফান (২৭) ও মোহাম্মদ ইলিয়াস (৫০)।
আহত ব্যক্তিদের মধ্যে মো. জয়নাল আবেদীন, আনোয়ার আলম ও মোহাম্মদ লিয়াকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও জামায়াতের দলীয় সূত্র জানায়, আজ শুক্রবার বিকেলে উপজেলার কেরানীহাট এলাকায় বিএনপির মিছিল ও সমাবেশ ছিল। বিকেল চারটার দিকে ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে বিএনপির একটি মিছিল কেরানীহাটের দিকে যাচ্ছিল। এ সময় হাসমতের দোকান এলাকায় দাঁড়িয়ে থাকা জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালান তাঁরা। এতে জামায়াতের সাতজন কর্মী ও সমর্থক আহত হয়েছেন।
এ ব্যাপারে জানার জন্য ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী এখন বিএনপির সঙ্গে এক হয়েছে। তাঁরা একত্র হয়ে মিছিলে যাওয়ার সময় ইউপি সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। এতে আমাদের সাতজন কর্মী ও সমর্থক আহত হয়েছেন।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হাসমতের দোকান এলাকায় মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’