কক্সবাজারে ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ, আটক ১

কক্সবাজারের উখিয়ায় ক্রিস্টাল মেথ চোরাচালানকালে আটক ব্যক্তি
ছবি: বিজিবির সৌজন্যে

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকায় ১ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে কক্সবাজারগামী একটি ইজিবাইকে তল্লাশি করে এসব মাদক জব্দ করা হয়। কালোবাজারে এসব মাদকের মূল্য প্রায় ৬ কোটি টাকা।

আটক ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (২০)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকার জাহেদ মিয়ার ছেলে।

কক্সবাজারের উখিয়ায় জব্দ করা ক্রিস্টাল মেথের চালান
ছবি: বিজিবির সৌজন্যে

বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশিকালে মরিচ্যা থেকে কক্সবাজারগামী একটি ইজিবাইক থামানো হয়। এ সময় ইজিবাইকের যাত্রীর ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা করে আটক যুবককে রামু থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।