এবার ভর্তি-ইচ্ছুকদের জন্য অ্যাপ উদ্ভাবন করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভর্তি প্রক্রিয়াকে সহজ, সময়সাশ্রয়ী ও ঝামেলামুক্ত করতে একের পর এক প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে এগিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। এবার নবীন শিক্ষার্থীদের ভর্তির প্রতিটি ধাপে দিকনির্দেশনা দিতে উদ্ভাবন করা হয়েছে ‘অ্যাডমিশন রোডম্যাপ’ অ্যাপ।
আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি কার্যক্রম, যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অ্যাপটির সাহায্যে ভর্তির প্রতিটি ধাপ সহজেই সম্পন্ন করতে পারবেন।
এর আগে ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার হল খোঁজার সুবিধার্থে একই বিভাগের শিক্ষার্থীরা উদ্ভাবন করেছিলেন ‘এক্সাম হল ফাইন্ডার’ সফটওয়্যার। ওই সফটওয়্যার গুগল ম্যাপের সাহায্যে পরীক্ষার হল খুঁজে পাওয়ার সহজ সমাধান দিয়ে ব্যাপক প্রশংসা কুড়ায়। এবার ‘অ্যাডমিশন রোডম্যাপ’ অ্যাপ দিয়ে ভর্তির জটিলতা দূর করার লক্ষ্যে আরও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ রোববার কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘অ্যাডমিশন রোডম্যাপ’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অ্যাপটি তৈরি করেছেন বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিক হাওলাদার, দ্বিতীয় বর্ষের মুহাম্মদ ইশমামুল হক ও প্রথম বর্ষের মো. আসিফুজ্জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মেছবাহ উদ্দিন।
অনিক হাওলাদার বলেন, ‘অ্যাডমিশন রোডম্যাপ’ অ্যাপটি নবীন শিক্ষার্থীদের ভর্তির প্রতিটি ধাপে সহায়তা করবে। প্রথম ধাপে রক্ত পরীক্ষা, দ্বিতীয় ধাপে স্বাস্থ্য পরীক্ষা, তৃতীয় ধাপে অনুষদ অনুসন্ধান, চতুর্থ ধাপে হল বণ্টন, পঞ্চম ধাপে রেজিস্ট্রার অফিসে ভর্তি নিশ্চিতকরণ এবং ষষ্ঠ ধাপে পূবালী ব্যাংকে ভর্তি ফি প্রদানের প্রয়োজনীয় দিকনির্দেশনা অ্যাপটির মাধ্যমে পাওয়া যাবে। ভর্তি–ইচ্ছুকরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সহজেই এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. জয়নাল আবেদীন বলেন, ‘শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পূর্বের সফটওয়্যারটি পরীক্ষার কক্ষ খুঁজতে সাহায্য করে ভর্তি-ইচ্ছুকদের ভোগান্তি কমিয়েছে। আশা করছি, “অ্যাডমিশন রোডম্যাপ” অ্যাপটিও ভর্তির সময় শিক্ষার্থীদের অনেক সহায়তা করবে।’